তিনি বলেন, আজকে সারা পৃথিবী করোনার আঘাতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। মানুষের জীবনযাত্রায় বিপর্যস্ত কিন্তু বাংলাদেশের অর্থনীতি ঠিক আছে, মজবুত আছে। বাংলাদেশের অর্থনীতি এখনো ৬ ডিজিটের ওপরে।
শনিবার বিকালে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আজও প্রত্যেকটা দেশের জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে গেছে। পেট্রোলের দাম দ্বিগুণ হয়ে গেছে, খাদ্যের দাম দ্বিগুণ হয়ে গেছে। আমেরিকা ইউরোপের মতো রাষ্ট্রের মুদ্রাস্ফীতি হয়েছে কিন্তু বাংলাদেশ ভালো আছে। শেখ হাসিনা প্ল্যান করে দেশের মানুষকে সামনে যেন দুঃখ কষ্ট করতে না হয় তার জন্য এখনি প্রোগ্রাম হাতে নিয়েছেন। বিনামূল্যে খাদ্য, ওএমএস’র মাধ্যমে খাদ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
জাহিদ মালেক বলেন, ‘শেখ হাসিনার মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে বিধায় আজ প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বাংলাদেশের কেউ না খেয়ে থাকে না। লাখ লাখ মানুষকে ঘর দেওয়া হয়েছে। গৃহহীনরা ঘর পেয়েছে, কৃষকরা সার পেয়েছে, বিদ্যুৎ পেয়েছে এর জন্য জীবন দিতে হয় নাই। বিএনপির সময় সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে।’
মন্ত্রী বলেন, বিএনপি’র আমলে একটি বিদ্যুৎ কেন্দ্র তারা স্থাপন করতে পারে নাই। যার জন্য আমাদের শিল্প ধ্বংশের পথে ছিলো। তাদের সময় বিদ্যুৎ মাঝে মাঝে আসতো। হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে লোপাট করে বিদেশে পাচার করেছে তারা। সেই টাকা দেশে ফেরত এনেছে সরকার। আমরা মধ্যম আয়ের দেশ। আমাদের অনেক অর্জন। দেশে খাদ্যের অভাব নাই, উন্নত চিকিৎসা সেবা মানুষের দোরগোরায় পৌঁছে গেছে।’
তিনি আরো বলেন, বাংলাদেশ করোনা নিয়ন্ত্রনে পৃথিবীর ২০০টা দেশের মধ্যে ৫ম স্থান অধিকার করেছে। যেখানে ভারতের মত রাষ্ট্র ৫০তম, আমেরিকা ৮০তম সেখানে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। আমরা যদি জনসংখ্যা অনুযায়ী বিচার করি তাহলে বাংলাদেশের অবস্থান করোনা নিয়ন্ত্রণে এক নাম্বারে আছে। টিকাদানেও পৃথিবীতে আমাদের সফলতা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশ্ববাসী আমাদের প্রশংসা করে।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, সহ-সভাপতি আব্দুল মজিদ খান ফটো, মোহাম্মদ রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেল প্রমুখ।