ভোক্তা-অধিকার অধিদপ্তর জানায়, সোমবার (২৯ আগস্ট) রাত ১১টা থেকে দিবাগত রাত সোয়া ২টা পর্যন্ত কারওয়ান বাজার সবজি আড়তে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, গ্রামগঞ্জের মোকাম থেকে শসা ৩২ টাকা কেজি কিনে কারওয়ান বাজারে ৪০ থেকে ৪৫ টাকা বিক্রি করা হয়। একইভাবে বেগুন মোকামে ৩৬ টাকা কিনে ৪৫-৫০ টাকায়, কাঁচা মরিচ মোকামে ৩০ টাকা কিনে ৪০ টাকায়, করলা মোকামে ৩৩ টাকা কেজি কিনে ৪৫ টাকায় এবং পটল ১৫ টাকায় কিনে ২০ টাকা দরে বিক্রি করা হয়।
এরপর খুচরা পর্যায়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। এতে প্রকৃত কৃষকরা লাভবান না হয়ে মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছে বলে জানায় অধিদপ্তর।
ভোক্তা অধিকার জানায়, অভিযানকালে দেখা যায় আড়ত হতে পাইকারি এবং খুচরা পর্যায়ে ৩০/৩৫ টাকার সবজি ৭৫-৮০ টাকায় বিক্রি করা হয়। এখানে প্রান্তিক কৃষক যেমন উৎপাদন খরচ পান না, তেমনি ভোক্তারা উচ্চমূল্যে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। মাঝখানে ২/৩ হাত বদলের ফলে মধ্যস্বত্বভোগীরাই প্রতিদিন বিপুল পরিমাণ অনৈতিক মুনাফা করছে। বাজার ব্যবস্থাপনা এবং বিপণনে নিয়ন্ত্রণ আনতে ব্যবসায়ীসহ সবাইকে এগিয়ে আসতে হবে।