সোমবার (২৯ আগস্ট) এ লক্ষ্যে বিএসইসির অতিরিক্ত পরিচালক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত একটি চিঠি ডিএসইর এমডির কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, শেয়ারবাজারের তারল্য বাড়ানোর লক্ষ্যে ২৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিএসইসি শেয়ারবাজারের বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে স্টেকহোল্ডার ও বিএসইসি শেয়ারবাজারকে স্থিতিশীল করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। ফলে বাজারে নতুন বিনিয়োগ এসেছে এবং ঊর্ধ্বমুখিতা লক্ষ করা যাচ্ছে। এর সঙ্গে বাজারে আস্থা বাড়ার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। বিনিয়োগকারীদের এই আস্থা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ।
চিঠিতে আরও বলা হয়, ‘বাজারের লেনদেন এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য ডিএসইকে সতর্ক থাকতে হবে। বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে ডিমান্ড সাইড তৈরি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কমিশন পুঁজিবাজারের উন্নয়নে নীতিগত সহায়তা দেবে।’