ম্যাচ হারার দিনে অনন্য মাইলফলক ছুঁলেন সাকিব

ম্যাচ হারার দিনে অনন্য মাইলফলক ছুঁলেন সাকিব
মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ও রাসেল ডমিঙ্গোর কোচিংয়ে টি-টোয়েন্টিতে ভালো করতে পারছিলো না বাংলাদেশ। আর তাইতো ক্রিকেটের ছোট এই ফরম্যাটে দারুন কিছু করতে  ডমিঙ্গোকে সরিয়ে আনা হয় ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে। নেতৃত্ব তুলে দেওয়া হয় সাকিব আল হাসানের উপর। কিন্তু যেই লাউ সেই কদু অবস্থা।  তিনদিনেই শেষ বাংলাদেশের এশিয়া কাপ মিশন।

প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হারের পর বৃহস্পতিবার শ্রীলংকার কাছেও ২ উইকেটে হারল টাইগাররা।

আর এমন পরাজয়ের দিনেও অনন্য এক রেকর্ডে নিজের নাম লেখালেন সাকিব।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রান ও ৪০০ উইকেট শিকারের দুর্দান্ত এক মাইলফলক ছুঁলেন সাকিব। এতোদিন এ রেকর্ড ছিল শুধু ক্যারিবীয় অলরাউন্ডার ডুয়ানে ব্রাভোর।  বৃহস্পতিবার সেই ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ অধিনায়ক।

ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট আগেই পেয়েছেন সাকিব।  শুধু অপেক্ষা ছিল রানসংখ্যার।

বৃহস্পতিবার দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে ২২ বলে ২৪ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার।  এরইসঙ্গে তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসাবে টি-টোয়েন্টিতে ৬ হাজার রান পূরণ করেন সাকিব। তাতে ব্রাভোর ক্লাবেও নাম উঠে গেল তার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়