সম্প্রতি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনের (এফবিএইচআরও) সঙ্গে যৌথভাবে আয়োজিত ‘ন্যাশনাল বাজেট ২০২০-২১ ফ্রম এইচআরডি পারস্পেক্টিভ’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে মনোনীত আলোচক হিসেবে অংশ নিয়ে এমন অভিমত প্রকাশ করেন তিনি।
প্রস্তাবিত বাজেটের আলোকে ড. মো. সেলিম উদ্দিন বলেন, ২০২০-২১ অর্থবছরের জন্য সামাজিক অবকাঠামোর অধীনে মানবসম্পদ সম্পর্কিত মোট বরাদ্দ ১ লাখ ৪০ হাজার ২২২ কোটি টাকা, যা প্রস্তাবিত মোট বাজেটের ২৪ দশমিক ৬৯ শতাংশ। যেটি সংশোধিত অর্থবছরের ২০১৯-২০ সালের জন্য ছিল ১ লাখ ২৩ হাজার ৯৯৪ কোটি টাকা। যেখানে চলতি অর্থবছরে ১৬ লাখ ৩২৪ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় ২০১৫-১৬ সালের প্রকৃত বরাদ্দ ৬৪ লাখ ৮২৪ কোটি টাকার তুলনায় ২০২০-২১ অর্থবছরে মানবসম্পদ উন্নয়নে বাজেট বরাদ্দ ২ দশমিক ১৬ গুণ বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউআইইউ এমবিএ প্রোগ্রামের পরিচালক ও সেক্রেটারি জেনারেল (এফবিএইচআরও) প্রফেসর ড. ফরিদ এ সোবহানী।