“চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে”

“চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে”
আগামী দিনের নেতৃত্ব দিতে হলে চাকরির পিছনে না দৌঁড়ে উদ্যোক্তা হতে হবে। আর সে লক্ষ্যে আজ থেকেই পাঁচ-দশ জন মিলে ছোট প্রতিষ্ঠান তৈরী করে কাজ শুরু করে দিতে হবে। ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনে আয়োজিত আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল কার্নিভাল অনুষ্ঠানে এসব বলেন বাংলাদেশ সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়ের হিরো।

এসময় তিনি মোর্নাক মার্ট পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, “বাংলাদেশ আজ বিশ্বে একটি রোল মডেল সৃষ্টি হয়েছে। আর এর পিছনে সিভিল ইঞ্জিনিয়ারদের পরিশ্রম রয়েছে। আগামীর সোনার বাংলাদেশ গড়তেও আপনারা ভূমিকা রাখবেন। সেক্ষেত্রে এখন থেকেই আপনাদের শিক্ষকদের পরামর্শ নিয়ে কাজ শুরু করে দিতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা যেন তাদের ক্যারিয়ারে ভালো কিছু করতে পারে সেজন্যে পরমার্শ দেন হিরো। তিনি বলেন শিক্ষার্থীরা একটি সোসাইটি গড়ে ছোট একটি প্রতিষ্ঠান গড়তে পারে। যা পরবর্তীতে বড় প্রতিষ্ঠানে রুপ নিবে। এছাড়াও ইনভেষ্ট পলিসির বিষয়েও শিক্ষার্থীদের অবিহিত করেন।

তিনি শিক্ষার্থীদের চাকিরের পিছনে না দৌঁড়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। আর সেই লক্ষ্যে এখন থেকেই একটি টিম হয়ে কাজ শুরু করার পরামর্শ দেন। এদিন মোনার্ক পরিবার নিয়েও কথা বলতে ভুলেননি হিরো। তিনি বলেন, বর্তমানে ৬০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে মোনার্ক মার্ট।

উক্ত অনুষ্ঠানে আবুল খায়ের হিরো ছাড়াও আরো বক্তব্য রাখেন, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি,ট্রেজারার এবং সিভিল বিভাগের চেয়ারম্যান।

 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি