নির্বাচনে জালিয়াতির অভিযোগে সু চির ৩ বছর কারাদণ্ড

নির্বাচনে জালিয়াতির অভিযোগে সু চির ৩ বছর কারাদণ্ড
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে এবার নির্বাচনে জালিয়াতির অভিযোগে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দেশটির জান্তা সরকারের আদালত এ রায় দেন।

গত বছর ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে কারাগারে আছেন তিনি। এর আগে দেশদ্রোহীতা, দুর্নীতিসহ আরও বেশ কয়েকটি অভিযোগে তাকে ১৭ বছরের কারাদণ্ড দেন মিয়ানমারের সামরিক আদালত। তবে এসব অভিযোগ অস্বীকার করেন তিনি।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) মামলার রায়ে তাকে ২০২০ সালের নভেম্বরের সাধারণ নির্বাচনে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় রয়টার্স সংশ্লিষ্ট তথ্যের সূত্রের নাম প্রকাশ করেনি। ওই সূত্রে জানা গেছে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকেও একই সাজা দেওয়া হয়েছে।

ক্ষমতাসীন জান্তা সরকারের মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী তার নির্বাচিত সরকারকে উৎখাত করার সময় নোবেল জয়ী সু চি গ্রেফতার হন। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অন্তত ২০টি মামলা হয়েছে। এসব মামলায় অভিযোগ প্রমাণিত হলে ৭৭ বছর বয়সী সু চির ১৫০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে। সূত্র: রয়টার্স

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া