সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৫০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ১৪.৮১ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইউনিয়ন ক্যাপিটাল ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্সের ১০.৮৬ শতাংশ, মনোস্পুলে পেপারের ৯.৫৬ শতাংশ, জুট স্পিনার্সের ৮.৮২ শতাংশ, ইন্ট্রাকোর ৮.৬৭ শতাংশ, আইপিডিসির ৭.৮৭ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৭.৪১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৭.২১ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৭৩ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ৫.৮১ শতাংশ কমেছে।