কনফিডেন্স পাওয়ারের প্রেফারেন্স শেয়ার ইস্যুর অ্যারেঞ্জার ছিল সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। আর এই শেয়ারে বিনিয়োগ করেছে পূবালী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, ইউনাইটেড ফাইন্যান্স,কমিউনিটি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংকসহ কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী।
কনফিডেন্স পাওয়ার বগুড়ার বীরগ্রামে স্থাপিত ১১৭ মেগাওয়াট ক্ষমতার ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। ২০১৭ সালে স্থাপিত এই বিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ ১৫ বছর। এটি কনফিডেন্স পাওয়ার হোল্ডিংয়ের অধীন চারটি বিদ্যুৎকেন্দ্রের একটি। জার্মানির এমএএন (MAN) ব্র্যান্ডের ছয়টি জেনারেটর ইঞ্জিনের মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।