তিনি বলেন, সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। এর ফলে দিনের তাপমাত্রা কমে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আগামী ৩ দিনে দেশব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
ওমর ফারুক আরও বলেন, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১১৬ মিলিমিটার এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা মোংলায় ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানান এ আবহাওয়াবিদ।