বেঙ্গল বিস্কুটের বিরুদ্ধে অভিযোগের ব্যাখ্যা চায় বিএসইসি

বেঙ্গল বিস্কুটের বিরুদ্ধে অভিযোগের ব্যাখ্যা চায় বিএসইসি
শেয়ারবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্ত বেঙ্গল বিস্কুট লিমিটেডের বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগ উঠেছে। অভিযোগের মধ্যে বেশিরভাগই আর্থিক অনিয়ম। এসব অনিয়ম ও অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি বেঙ্গল বিস্কুটের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। কোম্পানিটির বিরুদ্ধে কমিশনে জমা পড়া বেশিরভাগই আর্থিক অনিয়মের অভিযোগ। আর বিষয়টি আমলে নিয়ে কমিশন ব্যাখ্যা চেয়েছে।

চিঠিতে বলা হয়, ২০১৯ সালের জুলাই মাস থেকে বিদ্যুৎ ও গ্যাস বিলের কাগজপত্র। ওই সময় থেকে প্রতি মাসের বিক্রয় প্রতিবেদন এবং ব্যাংকের স্ট্যাটমেন্ট কমিশনে জমা দিতে হবে। আলোচ্য সময় থেকে মাসিক ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) এর কাগজপত্র। এছাড়া কোথায় মালামাল বিক্রি করা হয়েছে সেই ঠিকানাসহ সংশ্লিষ্ট কাগজপত্র, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানিতে চাকরিরত কর্মকর্তা কর্মচারীদের তথ্য , তাদের গত ৩ মাসের বেতন ভাতার সীট কমিশনের জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

এছাড়া কোম্পানির বর্তমান চিত্র ও ভবিষ্যৎ উন্নতি নিয়ে একটি প্রতিবেদন, পরিচালকদের পর্ষদ সভা সংক্রান্ত কাগজপত্র। তাদের পর্ষদ সভার পরিচালকদের ভাতা সংক্রান্ত হিসাব ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিশনে জমা দিতে বলা হয়েছে।

বেঙ্গল বিস্কুট ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই মার্কেটে ২০২১ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭ কোটি ৯৩ লাখ টাকা।

কোম্পানিটির শেয়ার সোমবার (৫ সেপ্টেম্বর) লেনদেন শুরু হয় ১৩১ টাকা ২০ পয়সায়। সর্বশেষ বেলা ১টা ৩৪ মিনিটে লেনদেন চলছে ১২৪ টাকা ২০ পয়সায়। এসময়ে কোম্পানিটির শেয়ারে দরপতন হয় ৭ টাকা বা ৫ দশমিক ৩৪ শতাংশ।

এছাড়া কোম্পানিটির ৭৯ লাখ ৩৮ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০ দশমিক ৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ২৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৯ দশমিক ১৩ শতাংশ শেয়ার আছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত