ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৩১৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৮৫ কোটি ৬১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৪০০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৭০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩০৬ পয়েন্টে।
মঙ্গলবার ডিএসইতে ৩৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৮৪ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।