রিজেন্ট ও সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেকেজি হেলথ কেয়ারের নানা কাণ্ডের পর সোমবার এই পরামর্শ দেওয়া হয়।
রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ার সরকারের অনুমোদন নিয়েই করোনা রোগীদের চিকিৎসা এবং নমুনা সংগ্রহ করছিল। তবে তাদের জালিয়াতির ঘটনা প্রকাশ পাওয়ার পর সেই অনুমোদন বাতিল করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত অনেক বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার সরকারের অনুমোদন, উপযুক্ত কিটস, যন্ত্রপাতি এবং দক্ষ জনবল ছাড়াই কোভিড-১৯ শনাক্তকরণ ও চিকিৎসায় প্রতারণা করছে বলে শোনা যাচ্ছে।
মানুষ এসব বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার নামে প্রতারিত হচ্ছে এবং জীবনকে হুমকি মুখে ফেলছে।
এমতাবস্থায় জনসাধারণকে কেবলমাত্র সরকারি হাসপাতাল ও সরকার অনুমোদিত বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার থেকে কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, গণযোগাযোগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মোস্তফা মঈন উদ্দিনের স্বাক্ষরে এই সংবাদ বিজ্ঞপ্তি আসে।
কেউ প্রতারণা করছে জানতে পারলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করেছে অধিদপ্তর।