ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক টানা তৃতীয় দিনের মতো কমেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পতন হয়েছে সব সূচকের। তবে আগের দিনের তুলনায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) লেনদেন কিছুটা বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের দেওয়া তথ্য মতে, আজ এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৪৮৯ পয়েন্টে।
বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ কমেছে ১৫ পয়েন্ট। আর শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ মঙ্গলবার ৭ পয়েন্ট হারিয়েছে।
সব সূচকের পতনের দিনে ডিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ এক্সচেঞ্জটিতে মোট ২৭ কোটি ৮৬ লাখ ৬৭ হাজার ২২৬টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের বাজার মূল্য ১ হাজার ৪৯৪ কোটি ৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩০০ কোটি টাকা।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজারে মোট ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৭৪টি কোম্পানির শেয়ারদরই অপরিবর্তিত ছিল। দর বেড়েছে মাত্র ৬০ প্রতিষ্ঠানের শেয়ারের। আর বাকি ১৩৬টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।