টানা তিনদিন পতনের পর অবশেষে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে উত্থানে ফিরেছে শেয়ারবাজার। বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকই বৃদ্ধি পেয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।
ডিএসই’র দেওয়া তথ্য মতে, আজ এক্সচেঞ্জটির প্রধান মূল্য সূচক ‘ডিএসই এক্স’ ৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৪৯৬ পয়েন্টে।
>> আরও পড়ুন: নগদ লভ্যাংশ পাঠিয়েছে আরও দুই মিউচ্যুয়াল ফান্ড
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ ৬ পয়েন্ট বেড়েছে। আর শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক‘ডিএসই এস’ বেড়েছে ২ পয়েন্ট।
সূচকের উত্থানের দিনে প্রধান শেয়ারবাজারে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। আজ ডিএসইতে মোট ১ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯৪ কোটি টাকা।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৬টিরই আজ শেয়ারদর অপরিবর্তিত ছিল। দর বেড়েছে মাত্র ৭১টি কোম্পানির, বিপরীতে দর কমেছে ১১৪ প্রতিষ্ঠানের শেয়ারের।
শেয়ারবাজারসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ খবর পেতে ফেসবুক ও ইউটিউবে অর্থসংবাদের সঙ্গেই থাকুন