সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৭১ প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৮ সেপ্টেম্বর) দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
>>আরও পড়ুন: দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ক্যাবলস
দর পতনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের ৫.১৬ শতাংশ শেয়ারদর আজ ৫ দশমিক ১৬ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা পেনিসুলা হোটেলের শেয়ারদর কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- ইন্দোবাংলা ফার্মা, বিআইএফসি, আরডি ফুড, কেয়া কসমেটিকস, ওরিয়ন ফার্মা, মনোস্পুল পেপার, ফাইন ফুডস।
শেয়ারবাজারসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ খবর পেতে ফেসবুক ও ইউটিউবে অর্থসংবাদের সঙ্গেই থাকুন