ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বীমা খাতের কোম্পানি। এখাতের ৫৪ কোম্পানির মধ্যে ৩১ কোম্পানি ক্রেতাশূন্য। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ক্রেতা হারিয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাত। এখাতে ৩৭ টির মধ্যে ২৬টিই ক্রেতাশূন্য।
তৃতীয় সর্বোচ্চ ক্রেতা হারিয়েছে ব্যাংক খাত। এ খাতের ২২টি কোম্পানি আজ ক্রেতা হারিয়েছে।
এছাড়া ক্রেতাশূন্য রয়েছে বস্ত্র খাতের ২০ কোম্পানি, প্রকৌশল খাতের ১২টি, আর্থিক খাতের ১০টি, ওষুধ খাতের ৯টি, খাদ্য খাতের ৮টি, বিবিধ খাতের ৫টি, জ্বালানি খাতের ৪টি, ট্যানারি ও সিমেন্ট খাতে ৩টি, টেলিকমিউনিকশন খাতে ২টি এবং আইটি ও কাগজ খাতের ১টি করে কোম্পানি।