আগের কার্যদিবস রোববার সামিট এলায়েন্স পোর্টের ক্লোজিং দর ছিল ৩৫ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৮ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৮.২৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সামিট এলায়েন্স পোর্ট ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লুব রেফের ৭.৮৯ শতাংশ, জেমিনি সী ফুডের ৬.৪০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬.০৬ শতাংশ, ইয়াকিন পলিমারের ৫.৮১ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৫.৭৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.৪৯ শতাংশ, কেয়া কসমেটিকসের ৫.০৬ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪.৯১ শতাংশ, সী-পার্ল হোটেলের ৪.৭৮ শতাংশ দর বেড়েছে।