পাটজাত দ্রব্যের রপ্তানির জন্য বাংলাদেশের পাটের ওপর সবচেয়ে বেশি নির্ভর করতে হয় পাকিস্তানকে। কিন্তু ২০১৫ সাল থেকে পাকিস্তানে পাট রপ্তানি বন্ধ করার ঘোষণা দেয় বাংলাদেশ।
বাংলাদেশ নিজেদের দেশে প্লাস্টিক ব্যাগের ব্যবহারের বদলে পাট ব্যবহারে উৎসাহিত করার জন্য সে বছরের নভেম্বর মাস থেকে এক মাসের জন্য পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়। ডিসেম্বর মাসে সেটি বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি ভারত পাট উৎপাদনে শীর্ষে। কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের প্রায় সব ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক মুখ থুবড়ে পড়ায় সে দেশ থেকেও পাট নেয়া সম্ভব হচ্ছে না।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইসলামাবাদ ইতিমধ্যে ঢাকা থেকে মুক্ত বাণিজ্য চুক্তিতে পাট আমদানি শুরু করেছে।
তবে ঠিক কবে নাগাদ এটি শুরু হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।