সেবাঘরের এই ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম চলবে ২৫ জুলাই ২০২০ থেকে ৫ আগস্ট ২০২০ পর্যন্ত। এতে একজন রোগী যেইভাবে সেবাঘর অ্যাপসে ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলে সেবা নিয়ে থাকেন, ঠিক সেইভাবেই কথা বলতে পারবেন এবং নিজের সমস্যার কথা চিকিৎসককে জানিয়ে প্রয়োজনীয় সেবা নিতে পারবেন। এবং ডাক্তারের সাথে কথা বলা হয়ে গেলে, ২-৩ মিনিটের মধ্যে তার সেবাঘর অ্যাপ এর প্রেসক্রিপশন অপশনটিতে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন পেয়ে যাবেন।
ফ্রি চিকিৎসা পেতে রুগীকে শুধুমাত্র গুগল প্লেস্টোরে গিয়ে সেবাঘর অ্যাপটি ইন্সটল করতে হবে। এরপর সেবাঘর আপসের ড্যাশবোর্ড থেকে ডাক্তার অপশনটিতে ক্লিক করতে হবে > এরপর COVID Department এ ক্লিক করে সরাসরি ডাক্তারের প্রোফাইল দেখে সময় এবং তারিখ সিলেক্ট করে কোন টাকা ছাড়া সরাসরি appointment নিতে পারবেন। এরপর নির্দিষ্ট সময়ে ডাক্তার সেবাঘর থেকে সরাসরি ভিডিও কল করবেন এবংpatient কে consultation করবেন।
উল্লেখ্য, অ্যাপটি গত ৪ মাসে ৬৫ হাজারেরও বেশি রোগীকে টেলিমেডিসিন সেবা দিতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিভাগের ১০০০ এর অধিক বিশেষজ্ঞ চিকিৎসক এই অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছেন, যাদের চিকৎসক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে বেশ সুনাম রয়েছে। একই সঙ্গে অ্যাপটিতে চিকিৎসকদের তালিকাভুক্ত করার ক্ষেত্রে তারা প্রকৃত চিকিৎসক কি না, তা নিশ্চিতের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন নম্বর দিতে হচ্ছে চিকিৎসকদের। যে কারণে কোনো ভুয়া ডাক্তারের অ্যাপটিতে নিবন্ধিত হওয়ার সুযোগ নেই।
অ্যাপটির মাধ্যমে চিকিৎসক যেমন নিজ বাসায় কিংবা চেম্বারে বসে সরাসরি ভিডিও কলের মাধ্যমে রোগীর সঙ্গে কথা বলে চিকিৎসাপত্র দিতে পারবেন, ঠিক তেমনটি রোগীদেরও কষ্ট করে যেতে হবে না হাসপাতাল কিংবা ডাক্তারের চেম্বারে। বাসায় বসেই চিকিৎসা নিতে পারবেন বিশেষজ্ঞ চিকিৎসকের।
প্রতিষ্ঠানটির সিইও এবং কো - ফাওউন্ডার সামছ মোহাম্মদ তারেক বলেন, আমরা সেবাঘর ডিজিটাল হেলথ প্লাটফর্ম নিয়ে গত ৩ বছর যাবত কাজ করছি। এখন আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের প্রন্তিক লেভেলে কিভাবে মানুষকে সেবা দেওয়া যায়। সেই লক্ষে আমাদের টিম কাজ করছে। এবং আমরা প্রত্যেকটা থানা এবং ওয়ার্ডে এজেন্ট দিচ্ছি। পাশাপাশি আমাদের এই অ্যাপটির মাধ্যমে অনেক ডাক্তারের বাসায় বসে কনসালটেশনের সুযোগ তৈরি হচ্ছে ।
প্রতিষ্ঠানটির আরেক কো - ফাওউন্ডার এবং সিটিও তানজিল আহমেদ জানান, আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন চিকিৎসা সেবাটা নিজের হাতের মুঠোই রাখতে পারে। আমরা হয়ত এই সার্ভিস টা করোনাকে কেন্দ্র করে নিয়ে এসেছি, করোনা পরবর্তী সময়েও যেন গ্রামের মানুষ ঢাকার বড় বড় হাসপাতালের ডাক্তারের পরামর্শ নিতে পারেন সে জন্যই আমাদের এই উদ্যোগ। আশা করি, এটি স্বাস্থ্যাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে রোগী ও চিকিৎসক উভয়েরই সময় ও অর্থ বাঁচবে। সহজ হবে চিকিৎসা প্রাপ্তি।
অ্যাপটি গুগল প্লে স্টোর অথবা সেবাঘর ডটকম ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। রোগীদের জন্য মোবাইল অ্যাপ sebaghar এবং ডাক্তারদের জন্য ওয়েব প্ল্যাটফর্ম sebaghar.com