প্রণোদনা পেলে অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে প্লাস্টিক রিসাইক্লিং

প্রণোদনা পেলে অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে প্লাস্টিক রিসাইক্লিং

দেশে প্লাস্টিক রিসাইক্লিংয়ে সরকারের প্রণোদনা দেয়া প্রয়োজন। প্রণোদনা নিশ্চিত করা গেলে অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে প্লাস্টিক রিসাইক্লিং।





শনিবার (৮ অক্টোবার) রাজধানীর একটি হোটেলে ‘টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নীতি প্রণয়ন’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।





অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।





বক্তারা বলেন, প্রণোদনা নিশ্চিত করা গেলে খাতটি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। অন্যদিকে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানোর জন্যও এ খাতে নজর দেয়া জরুরি। বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা সিটি করপোরেশন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা প্রয়োজন।





অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ