ফ্লোর তুলে নেয়ার গুজবে শেয়ারবাজারে পতন

ফ্লোর তুলে নেয়ার গুজবে শেয়ারবাজারে পতন

ফ্লোর প্রাইজ তুলে নেয়ার গুজবে দেশের শেয়ারবাজারে বড় ধরণের পতন হয়েছে। এ দিন দেশের উভয় শেয়ারবাজারে সব ধরণের সূচকের পতন ঘটেছে। লেনদেন চলাকালিন সময়ে বাজারের শুরুতে ইতিবাচক থাকলেও সময়ের সাথে সাথে সব ধরনের সূচক কমতে থাকে। বিএসইসি থেকে ফ্লোর প্রাইজ তুলে নিচ্ছে এমন একটি গুজব বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে। ফলে এর নেতিবাচক প্রভাব পড়তে থাকে লেনদেনে। 


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১৯ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।


ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সোমবার ডিএসইতে ১ হাজার ৪১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ২৪৭ কোটি ৬৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১৬৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৫ পয়েন্টে।


ডিএস৩০ সূচক ৪৭ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৪ পয়েন্টে।


আজ ডিএসইতে ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৮২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৯ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।



আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত