ব্যাংকগুলো স্বল্পমেয়াদে আমানত সংগ্রহ করে, ফলে তারা দীর্ঘমেয়াদে লোন দিতে পারে না। এতে গ্রাহকেরা অনিচ্ছা সত্ত্বেও খেলাপি হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন।
মঙ্গলবার (১১ অক্টোবর) এফবিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ‘বন্ড মার্কেটঃ দ্য আল্টিমেট লং টার্ম সলুশন’ নামক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল- ইসলাম।
এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যাংকগুলোর দীর্ঘমেয়াদি লোন দেওয়ার সক্ষমতা নেই। ফলে খেলাপি অনেক বেশি হচ্ছে। বিশ্বের ১২৭ ট্রিলিয়ন বন্ড মার্কেট রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কর্পোরেট বন্ড জিডিপির ১৬ শতাংশ। বাংলাদেশে এর জিডিপির পরিমাণ ৮ শতাংশ।