বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে বন্ড মার্কেটে নাম লিখিয়েছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।
দেশের শীর্ষ স্থানীয় ব্রোকারেজ ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড বন্ড মার্কেটে তাদের অগ্রযাত্রা শুরু করেছে। এর মাধ্যমে এখন ইউসিবি স্টক ব্রোকারেজের গ্রাহকগন বিশেষ সুবিধায় বন্ড মার্কেটে বিনিয়োগ করতে পারবেন।
ইতিমধ্যেই ইউসিবি স্টক ব্রোকারেজ গত বৃহস্পতিবার তাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য প্রথম বন্ড লেনদেন সম্পাদন করেছে।
এ বিষয়ে ইউসিবি স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমরা বাজারে আমাদের গ্রাহকদের একটি নিরাপদ বিনিয়োগের মাধ্যম নিশ্চিত করতে চাই। আশা করি এই পদক্ষেপের মাধ্যমে আমরা সফল পরিকল্পনায় এক ধাপ এগিয়ে গিয়েছি।
অর্থসংবাদ/কেএ