রবিবার (২৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩০৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩১৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৮২ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১৫ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে আজ মোট ৩৩৪কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৮কোটি ৪৬ লাখ টাকা । আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৪৫৩ কোটি ৭০ লাখ টাকা কমেছে।
অর্থসংবাদ/এনএন