ডিএসইর লেনদেন বন্ধের ঘটনায় বিএসইসির তদন্ত কমিটি

ডিএসইর লেনদেন বন্ধের ঘটনায় বিএসইসির তদন্ত কমিটি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসই) পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করে দেয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, বিএসইসির পরিচালক মো. আবুল হাসানকে তদন্ত কমিটির প্রধান এবং সহকারী পরিচালক মো. দস্তগীর হোসাইনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কমিশনের ডেপুটি পরিচালক মো. ওয়ারিসুল ইসলাম, সিসিবিএল এর জেনারেল ম্যানেজার মো. ইমাম হোসাইন, সিডিবিএলের জেনারেল ম্যানেজার মো. মমিনুল হক।





কমিটিকে ২৪ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের বিস্তারিত আইটি সিস্টেমের সিস্টেম এবং পারফরম্যান্স খতিয়ে দেখতে বলা হয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে বিএসইসি।





এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম অর্থসংবাদকে বলেন, ডিএসই’র কারিগরি ত্রুটির বিষয়টি খুব সংবেদনশীল। তাই তদন্ত কমিটিকে ৩০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। যেন তারা টেকনিক্যাল এক্সপার্টসহ সংশ্লিষ্ট সবার বক্তব্য জানতে পারেন। কারিগরি ত্রুটির পেছনে কারা দায়ী সেটিও খুঁজে বের করবে কমিটি।






আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত