মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।
সিটি ব্যাংক
কোম্পানিটির চলতি হিসাব বছরের ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৭৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.৭৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০২ টাকা বা ১ শতাংশ কমেছে। এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৪ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৮৫ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৯ টাকা বা ১১ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৮৩ টাকায়।
এশিয়া ইন্স্যুরেন্স
কোম্পানিটির চলতি হিসাব বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৮৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩.১৮ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৩১ টাকা বা ১০ শতাংশ কমেছে। এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৫ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১.৭০ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.২৫ টাকা বা ১৫ শতাংশ কমেছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৭২ টাকায়।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
কোম্পানিটির চলতি হিসাব বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩.০৮ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ১.০৮ টাকা বা ৩৫ শতাংশ কমেছে। এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫০ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৪৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০১ টাকা বা ২ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.০২ টাকায়।