ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৯৩৪ বারে ১ লাখ ২৫ হাজার ২৪১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৭৪ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ২০৩৬ বারে ২০ লাখ ৪৯ হাজার ১৪৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৬৩ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা বিডিকম অনলাইন লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। ১০ লাখ ৬৩ হাজার ৭৮৯টি শেয়ার ১৩৭৪ বারে লেনদেন করে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইজেনারেশন লিমিটেড, ইয়াকিন পলিমার লিমিটেড, সমরিতা হসপিটাল লিমিটেড, রংপুর ফাউন্ড্রি লিমিটেড এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
অর্থসংবাদ/এনএন