বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেলেন আবুল হাসেম

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেলেন আবুল হাসেম
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবুল হাসেম পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তাকে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে বহাল করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এর পক্ষ থে‌কে এ তথ্য জা‌না‌নো হয়।

মোহাম্মদ আবুল হাসেম ১৯৯৯ সালে সহকারী পরিচালক (জেনারেল) হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ এবং ভিজিলেন্স উপ-বিভাগে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে বি.কম সম্মানসহ এম.কম ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং পেশায় বিশেষায়িত জ্ঞান অর্জনের জন্য তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএ), ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে সার্টিফাইড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম) ডিগ্রি অর্জন করেন।

দেশের ব্যাংকিং খাত এবং আর্থিক প্রতিষ্ঠান খাতে ব্যাসেল-টু বাস্তবায়নে তিনি দীর্ঘদিন সফলতার সঙ্গে কাজ করেছেন। একজন মেধাবী কর্মকর্তা হিসেবে তিনি ২০১৪ সালে বাংলাদেশ ব্যাংক রিকগনিশন এন্ড রিওয়ার্ডে ভূষিত হন। তিনি বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জার্মানী, সুইজারল্যান্ড, কম্বোডিয়া, ঘানা ও তুরস্ক ভ্রমণ করেন।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ