ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৬৪২২ বারে ৪৯ লাখ ১৫ হাজার ২৬১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২০ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আফতাব অটোমোবাইলস লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ১০৫৬ বারে ৮ লাখ ৪৮ হাজার ১৯০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫৭ কোটি ৩২ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। ২১ লাখ ৭২ হাজার ৫৩৫টি শেয়ার ২৯৬৩ বারে লেনদেন করে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপার মিলস, নাভানা ফার্মাসিউটিক্যালস, নাভানা সিএনজি, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, বিকন ফার্মাসিউটিক্যালস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস অ্যান্ড ইনডেক্স এগ্রো অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অর্থসংবাদ/এনএন