বেকা গার্মেন্টেস ও এসএফ টেক্সটাইলের আইপিও বাতিল

বেকা গার্মেন্টেস ও এসএফ টেক্সটাইলের আইপিও বাতিল
পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল এবং এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানি ও ইস্যু ম্যানেজারকে পাঠিয়েছে। কোম্পানিগুলো বাজারে আসতে চাইলে আর্থিক প্রতিবেদন সংশোধন করে জমা দিতে হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি দুটি আর্থিক প্রতিবেদনে অসংগতি পেয়েছে কমিশন।আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে তারা কোম্পানির সম্পদ এবং আয় অতিরিক্ত দেখিয়েছে।

সূত্র মতে,বেকা গার্মেন্টেস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড পুঁজিবাজার থেকে ৩৫ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিলো। এর মাধ্যমে তারা কোম্পানির ব্যবসা আরও সম্প্রসারণ করার কথা ছিলো। কোম্পারিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানজেমেন্ট এবং বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেড।

অন্যদিকে এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানজেমেন্ট এবং সন্ধানী লাইফ ফিন্যান্স লিমিটেড।

কমিশনের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, দুটি কোম্পানির আর্থিক প্রতিবেদন অসংগতি পাওয়া গেছে। ফলে কমিশন আইপিও বাতিল করেছে। তবে কোম্পানিগুলো বাজারে আসতে চাইলে আর্থিক প্রতিবেদন সংশোধন করে আবারও জমা দিতে পারবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত