কারিগরি ত্রুটিতে আবারও লেনদেন বন্ধ ডিএসইতে 

কারিগরি ত্রুটিতে আবারও লেনদেন বন্ধ ডিএসইতে 

কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বন্ধ রয়েছে।


আজ রবিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ৩০মিনিট থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও ডিএসইতে কোনো লেনদেন করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিভিন্ন ব্রোকারেজ হাউস কর্মকর্তারা।  


এই ঘটনায় ডিএসই’র কর্মকর্তাদের দায়িত্বশীলতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।



এ বিষয়ে জানতে চাইলে ডিএসই’র জনসংযোগ বিভাগের কর্মকর্তা উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুর রহমান অর্থসংবাদকে বলেন, টেকনিক্যাল কারণে লেনদেন বন্ধ। তবে আইটি বিভাগের কোন সমস্যা নয়। এটা একটা টেকনিক্যাল টার্ম, ৭০টা কোম্পানির উপর সার্কিট ব্রেকার হওয়ার কথা কিন্তু পুরো বাজারের উপর সার্কিট ব্রেকার হয়ে গেছে। ১০টার মধ্যে লেনদেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।





বাজার সংশ্লিষ্টদের দাবি ডিএসইকে আবার নতুনভাবে ঢেলে সাজানো উচিত। এখানে অযোগ্য লোকবলের কারণে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে।





এর আগে চলতি মাসের ২৪ অক্টোবর লেনদেনের মাঝে কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হওয়ার ঘটনা ঘটেছিল ডিএসইতে। ওইদিন সকাল ৯টা ৩০মিনিটে লেনদেন শুরু হলেও ১০টা ৫৮মিনিট থেকে লেনদেন বন্ধ হয়ে যায়।






 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত