সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ডিএসইতে তালিকাভুক্ত প্রায় ৭০টি প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফলে আজ সেগুলোর সার্কিট ব্রেকার নেই। কিন্তু ভুল করে সব প্রতিষ্ঠানের সার্কিট উঠিয়ে দেয় ডিএসই। নির্দিষ্ট ওই ৭০ কোম্পানি যারা ডিভিডেন্ড ঘোষণা করেছে সেই প্রতিষ্ঠানগুলোর সার্কিট ব্রেকার তুলে অপর প্রতিষ্ঠানগুলোতে সার্কিট আগের মতো করে দেয়ার কাজ চলছে। কাজ শেষ হলেই লেনদেন পুনরায় চালু হবে। সকাল ১০.৩০টায় লেনদেন চালু করা সম্ভব না হলে সার্কিট সংক্রান্ত কাজ শেষ হলেই লেনদেন চালু হবে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসই’র জনসংযোগ বিভাগের কর্মকর্তা উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুর রহমান অর্থসংবাদকে বলেন, টেকনিক্যাল কারণে লেনদেন বন্ধ তবে আইটি বিভাগের কোন সমস্যা নয়। এটা একটা টেকনিক্যাল টার্ম, ৭০টা কোম্পানির উপর সার্কিট ব্রেকার হওয়ার কথা কিন্তু পুরো বাজারের উপর সার্কিট ব্রেকার হয়ে গেছে। ১০টার মধ্যে লেনদেন চালু হবে ডিএসইতে।
অর্থসংবাদ/এনএন