জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭৮ দশমিক ০৮ শতাংশ। কোম্পানিটি ১ লাখ ১৮ হাজার ৬১৪ বারে ৭৭ লাখ ২৬ হাজার ৬৬৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজারমূল্য ৫ লাখ ৪৮ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আরামিত লিমিটেডের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ৮৪৪ বারে ৬২ হাজার ৫০৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০৫ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৯ টাকা বা ১০ শতাংশ। সর্বশেষ শেয়ারটি লেনদেন হয়েছিল ২০৯ টাকায়। কোম্পানিটি ৯১৭ বারে ১ লাখ ৬৮ হাজার ২৫টি শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা বা ৩০ পয়সা বা ১০ শতাংশ। সর্বশেষ শেয়ারটি লেনদেন হয়েছিল ৬৯ টাকা ৩০ পয়সায়। তথ্য অনুযায়ী, কোম্পানিটির ১ হাজার ৩৬৪ বারে ৬ লাখ ৭১ হাজার ৬৭৪টি শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, মন্নো সিরামিক ইন্ডাস্ট্রিজ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
অর্থসংবাদ/এনএন