সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩০ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৫ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন বড় চমক দেখিয়েছে আনোয়ার গেলভানাইজিং। সর্বোচ্চ ৩৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৭ কোটি ১৬ লাখ ৪৭ হাজার টাকার ।
এছাড়া, প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৯০ লাখ ৬৬ হাজার টাকার, সি পার্লের ২ কোটি ৮২ লাখ ২ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ২ কোটি ৮ লাখ ২ হাজার টাকার, প্রাইম ইনস্যুরেন্সের ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৭৫ লাখ ৫২ হাজার টাকার, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৫৪ লাখ ৪৫ হাজার টাকার, ইন্ট্রাকোর ৪৫ লাখ ৬০ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৪৩ লাখ ১৭ হাজার টাকার, লিন্ডে বিডির ৪১ লাখ ৯৩ হাজার টাকার, পপুলার লাইফের ৩২ লাখ ৫০ হাজার টাকার, জে এম আই হসপিটালের ২৮ লাখ ৯৩ হাজার টাকার, এ ডি এন টেলিকমের ২২ লাখ ২০ হাজার টাকার, স্কয়ার টেক্সটাইলের ২০ লাখ ৬৯ হাজার টাকার, গোল্ডেন সনের ১৮ লাখ ২০ হাজার টাকার, এইচ আর টেক্সটাইলের ১৬ লাখ ৪৯ হাজার টাকার, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৫ লাখ ৪০ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১২ লাখ ৪৭ হাজার টাকার, সিনো বাংলার ১১ লাখ ৭ হাজার টাকার, রবি আজিয়াটার ৯ লাখ ১২ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৮ লাখ ৬০ হাজার টাকার, বঙ্গস লিমিটেডের ৬ লাখ ৮৫ হাজার টাকার, ইউনিক হোটেলের ৬ লাখ ৩৯ হাজার টাকার, অগ্নি সিস্টেমের ৬ লাখ ৩১ হাজার টাকার, জেমিনি সীর ৬ লাখ ৩১ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৫ লাখ ৮৫ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৫ লাখ ৭৬ হাজার টাকার, জি কিউ বলপেনের ৫ লাখ ১২ হাজার টাকার, সালভো কেমিকেলের ৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।