কম লভ্যাংশে শেয়ারদর আকাশচুম্বী, ১০০ শতাংশের খবরে নিম্নমুখী

কম লভ্যাংশে শেয়ারদর আকাশচুম্বী, ১০০ শতাংশের খবরে নিম্নমুখী

শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত বৃহস্পতিবার বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। একইদিন আনোয়ার গ্যালভানাইজিংও নাভানা ফার্মার চেয়ে প্রায় ৫ গুণ বেশি লভ্যাংশ ঘোষণা করে। লভ্যাংশ ঘোষণার পরের কার্যদিবসে কোম্পানি দুটির শেয়ারদরের বিপরীত চিত্র দেখা গেছে।





শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, লভ্যাংশ ঘোষণার পরদিন সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারদরের কোন মূল্য সীমা (সার্কিট ব্রেকার) থাকে না। ফলে শেয়ারের মূল্য বৃদ্ধি বা পতনে কোন বাঁধা থাকে না।





জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) নাভানা ফার্মা বিনিয়োগকারীদের জন্য নগদ ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। লভ্যাংশ ঘোষণার পর আজ শেয়ারবাজারের প্রথম কার্যদিবস ছিল। মাত্র ১১ শতাংশ লভ্যাংশের খবরে রোববার নাভানা ফার্মার শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৭৮ দশমিক ০৮ শতাংশ।





শেয়ারবাজার সংশ্লিষ্টরা মনে করছেন সার্কিট ব্রেকারের সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র নাভানা ফার্মার শেয়ারদর বাড়িয়েছে।





অপরদিকে গত বৃহস্পতিবার আনোয়ার গ্যালভানাইজিংও বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং ৮০ শতাংশ বোনাস।





মাত্র ১১ শতাংশ লভ্যাংশ দিয়ে নাভানা ফার্মার শেয়ারদর ৭৮ শতাংশ বৃদ্ধি পেলেও আনোয়ার গ্যালভানাইজিং শতভাগ লভ্যাংশ ঘোষণা করেও উল্টো চিত্র ছিল কোম্পানিটির শেয়ারদরের। আজ কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ৫৩ শতাংশ কমেছে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত