শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) আয় কমছেই। সমাপ্ত হিসাববছরে (৩০ জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় আগের অর্থবছরের তুলনায় কমেছে ৮৫ পয়সা। ফলে এবারও লভ্যাংশের পরিমাণ কমিয়েছে খুলনা পাওয়ার। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আর কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের দেওয়া হবে ৮ শতাংশ।
রোববার (৩০ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৮৭ পয়সা আয় হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, ২০১৯ সাল থেকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমছেই। ওই বছর ইপিএস হয়েছে ৩ টাকা ৫০ পয়সা। পরের বছর (২০২০) কোম্পানিটির ইপিএস হয় ৩ টাকা ৪০ পয়সা।
এদিকে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সায়।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।