সোমবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদনে এ সব তথ্য ওঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল কারেন্সি নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে। বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব ডিজিটাল মুদ্রা অনুমোদনের কথা চলছে। তবে বাংলাদেশ ব্যাংক ক্রিপ্টো লেনদেন নিষিদ্ধ করেছে। এরপরেও এর লেনদেন হচ্ছে।
এতে আরও বলা হয়, এসব লেনদেনর তদন্ত করা হচ্ছে। পুলিশ ও সিআইডির কাছে এসব তথ্য দেওয়া হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অর্থসংবাদ/এনএন