গত বছরের অক্টোবরে রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ছিল ১৬৪ কোটি ৬৯ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ৭ দশমিক ৩৭ শতাংশ। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৫৪ কোটি ডলার। সে হিসেবে এক মাসের ব্যবধানে অক্টোবরে রেমিট্যান্স কমেছে ১ শতাংশের মতো।
চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসের প্রতি মাসে ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। জুলাইয়ে এসেছিল ২১০ কোটি ডলার, যা ছিল আগের ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি। আর গত বছরের জুলাইয়ের চেয়ে বেশি ছিল ১২ শতাংশ।
আগস্টে রেমিট্যান্স আসে ২০৪ কোটি ডলার। এতে প্রবৃদ্ধি হয়েছিল ১২ দশমিক ৬০ শতাংশ। ওই দুই মাসে মোট রেমিট্যান্স এসেছিল ৪১৩ কোটি ডলার, গত অর্থবছরের একই সময়ের চেয়ে যা ছিল ১২ দশমিক ৩০ শতাংশ বেশি।
অর্থসংবাদ/এনএন