ব্যাংকে লেনদেনের সময় কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর প্রেক্ষিতে শেয়ারবাজারেও লেনদেনের সময় পরিবর্তন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বর্তমানে ব্যাংকে লেনদেন পরিচালিত হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আগামী ১৫ নভেম্বর থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর শেয়ারবাজারে বর্তমানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হয়। ব্যাংকে লেনদেনের সময় পরিবর্তনের ফলে ১৫ নভেম্বর থেকে শেয়ারবাজারেও নতুন সূচিতে লেনদেন চলবে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম অর্থসংবাদকে বলেন, আগামী সপ্তাহে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময় জানিয়ে দেওয়া হবে।