এক সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বৃদ্ধি পেয়েছে। একসঙ্গে বৃদ্ধি পেয়েছে বাজার মূলধনও।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে,গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ১৯৯ টাকা। একইসঙ্গে লেনদেন বৃদ্ধি পেয়েছে ১ হাজার ৮৯৯ কোটি ১৭ লাখ ৩১ হাজার ৯৩৫ টাকা। সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও ০ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচকে ৩২ দশমিক ৬৭ পয়েন্ট যোগ হয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৪১০ পয়েন্টে।
তবে অপর দুই সূচক ‘ডিএসই ৩০’ ১২ দশমিক ৮২ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ ১ দশমিক ৩৯ পয়েন্ট হারিয়েছে।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৮৯১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৪ হাজার ২৯৮ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার ৭৪৮ টাকায়।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২২২টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে মাত্র ৪৬টি কোম্পানির, বিপরীতে ১২১ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে বেক্সিমকো। এক সপ্তাহে কোম্পানিটির ৪০৪ কোটি ৮ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজারে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মা। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ১১৪ দশমিক ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া মনোস্পূল পেপারের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ০৯ শতাংশ।