সূত্র মতে, মঙ্গলবার (৮ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ০২ শতাংশ। ফলে ডিএসইর টপটেন লুজারের তালিকার প্রথম অবস্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৯৯ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেডের শেয়াদর কমেছে ৮ দশমিক ৪৮ শতাংশ।
লাভের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড, ইজেনারেশন লিমিটেড এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।