আজ (১০নভেম্বর) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২২ উপলক্ষ্যে ‘বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন’(বিএএ) আয়োজিত অনুষ্ঠানে দেওয়া স্বাগতে বক্তব্যে এসব বলেন বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের ট্রেজারার হায়দার আহমেদ খান এফসিএ।
তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানটা আমাদের প্রমাণ এবং প্রস্তুতির জন্যে খুবই গুরুত্বপূর্ণ। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হচ্ছে। অনলাইনের মাধ্যমে দেশের ১০টি বিশ্ববিদ্যালয় আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
এর আগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ এক র্যালির আয়োজন করে। এরপর দেশের দশটি বিশ্ববিদ্যালয়ের উপস্থিতিতে এক ঘন্টা ব্যাপি সেমিনার অনুষ্ঠীত হয়। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলেন দেশের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‘অর্থসংবাদ’।
বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. হারুনুর রশিদের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের চেয়ারম্যান ডা. ধীমান কুমার চৌধুরী, বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সায়েদুজ্জামান, কোষাধ্যক্ষ হায়দার আহমদ খান এফসিএ প্রমূখ।
অর্থসংবাদ/কেএ