সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৮৯ বারে ৮ লাখ ৭৬ হাজার ৮৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৬৫ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা চার্টার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ১৯ বারে ৪৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সামিট এলায়েন্স পোর্টের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ২৭৮ বারে ১ কোটি ১৮ হাজার ৮৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৭ কোটি ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিনোবাংলার ৮.৬৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৪৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৬.০৩ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৫.৩৮ শতাংশ, নাভানা ফার্মার ৪.৬৩ শতাংশ, মীর আখতারের ৪.০৮ শতাংশ এবং লাভেলো আইসক্রিমের ৩.২৭ শতাংশ দর বেড়েছে।
অর্থসংবাদ/কেএ