বাংলাদেশ অ্যাকাউন্টিং এসোসিয়েশনের ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২২’ উদযাপন

বাংলাদেশ অ্যাকাউন্টিং এসোসিয়েশনের ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২২’ উদযাপন
বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের (বিএএ) উদ্যোগে ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২২’ উদযাপন করা হয়েছে।

আজ (১০নভেম্বর ২০২২) সকাল ১০টায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ, আটটি বিভাগীয় সদর ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে র‌্যালির আয়োজন করা হয়। এছাড়াও বিএএ ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার বিশিষ্ট বিশেষজ্ঞ এবং অধ্যাপকদের নিয়ে একটি ওয়েবিনারের আয়োজন করে।

পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ জোগাতে, সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব বোঝাতে এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে এ দিবসটি বিভিন্ন দেশে উদযাপিত হয়।

১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে 'অ্যাকাউন্টিং ডে' প্রথম পালন করা হয়। ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউট্যান্টস এবং সার্টিফায়েড পাবলিক অ্যাকাউট্যান্টের (সিপিএ) ক্যালিফোর্নিয়া সোসাইটি সান দিয়াগো চ্যাপ্টার এ দিবস প্রথম পালন করে। অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালিয়ান লুকা প্যাসিওলির লেখা 'সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা' (পাটিগণিত, জ্যামিতি, অনুপাত এবং সমানুপাতিকতার সমষ্টি) নামক বই ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এ দিবস পালন করা হয়। পরে অন্যান্য দেশের হিসাববিদরাও এ দিবসটি পালন শুরু করেন।

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) দিনটি ‘অ্যাকাউন্ট্যান্সি এডুকেশন ডে’ হিসেবে পালন করে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশে পেশাদার হিসাববিদ ও নিরীক্ষকদের সংগঠন বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের (বিএএ) নানা কর্মসূচি পালন করছে।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বিজনেস নিউজ পোর্টাল ‘অর্থসংবাদ’।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ