ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ হাজার ৬০০ টাকা।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪৫ দশমিক ৪৫ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪৬৫ কোটি ৩২ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৩ কোটি ৬ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।
তৃতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৮ দশমিক ৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো মধ্যে- অ্যাপেক্স ফুডস লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড, জেমিনি সি ফুড লিমিটেড।
অর্থসংবাদ/এনএন