বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ দশমিক ১৬ শতাংশ কমে ৬ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১১ দশমিক ৩০ শতাংশ কমে ১ হাজার ৩৪৭ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৫৩ শতাংশ কমে ২ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩১৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৪ কোম্পানির। দরপতন হয়েছে ৬১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৫৬০ কোটি ৯৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭১৪ কোটি ৪২ লাখ টাকা।
অর্থসংবাদ/এনএন