সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে নাম লিখিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২১ দশমিক ৪৮ শতাংশ কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ২০ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ১৮ লাখ ৯৬ হাজর।
দর পতনের দ্বিতীয় স্থানে রয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর কমেছে ১৬ দশমিক ৭৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২৭ কোটি ৮০ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৫৬ লাখ ১৩ হাজার ৬০০ টাকা
তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর কমেছে ১৬ দশমিক ২৬ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৯৮ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৭২ লাখ ৪৬ হাজার।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো মধ্যে- এডিএন টেলিকম লিমিটেড, বাংলাদেশ মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং এবং প্যাকেজিং লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড।
অর্থসংবাদ/এনএন