বিনিয়োগকারীদের মূলধন কমেছে ৪ হাজার ৬০০ কোটি টাকা

বিনিয়োগকারীদের মূলধন কমেছে ৪ হাজার ৬০০ কোটি টাকা

অস্বস্তিতে বিদায়ী সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহজুড়ে সব মূল্য সূচকের পতনের সঙ্গে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৬২০ কোটি টাকা। এছাড়াও কমেছে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ। দেশের দুই শেয়ারবাজারের সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।





গেল সপ্তাহের প্রথম কার্যদিবসই (রোববার) পতন দিয়ে শুরু করে শেয়ারবাজার। সেদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ‘ডিএসই এক্স’ ১৫ দশমিক ২১ পয়েন্ট হারায়। এরপরের তিন কার্যদিবসেও সূচকটি হারায় ৪৬ দশমিক ৭৯ পয়েন্ট। বৃহস্পতিবার নামমাত্র উত্থানে সূচকটিতে যোগ হয় ৩ দশমিক ৩৯ পয়েন্ট। সবমিলিয়ে সপ্তাহজুড়ে ‘ডিএসই এক্স’ হারিয়েছে ৫৪ দশমিক ৬১ পয়েন্ট। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২০২ পয়েন্টে।





প্রধান সূচকের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকও কমেছে। শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ১৫ দশমিক ৩২ পয়েন্ট এবং ‘ডিএস ৩০’ সূচক এক সপ্তাহে ১৩ দশমিক ৯৭ পয়েন্ট কমেছে।





গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ ৭৭৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকা। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটিতে ১ হাজার ৬৮১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৫৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার।





গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৭২৭ কোটি ৯২ লাখ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৬০ কোটি ৫৯ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে ২ হাজার ৬৬৭ কোটি ৩২ লাখ ৮১ হাজার টাকা।





এক সপ্তাহে প্রধান শেয়ারবাজারে ৪০০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৫টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৪৭টির, বিপরীতে মাত্র ১৯ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ১৯ কোম্পানি গত সপ্তাহে লেনদেনে অংশ নেয়নি।





গেল সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ। এক সপ্তাহে কোম্পানিটির ১৩৮ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়াও ডিএসইতে লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৩১ শতাংশ। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর সপ্তাহজুড়ে ২৬ দশমিক ৬৬ শতাংশ কমেছে।





অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে পতন হয়েছে। সিএসইর সার্বিক সূচক ‘সিএএসপিআই’ এক সপ্তাহে ১১৯ দশমিক ৬৯ পয়েন্ট হারিয়েছে।





সপ্তাহজুড়ে সিএসইর বাজার মূলধন কমেছে ১ হাজার ৯৫২ কোটি ৭৯ লাখ টাকা। সপ্তাহ শেষে এক্সচেঞ্জটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৪৪ হাজার ৭৬১ কোটি ৯ লাখ টাকায়।





গত সপ্তাহে সিএসইতে লেনদেন কমেছে ৫৯ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার টাকা। এক সপ্তাহে এক্সচেঞ্জটিতে ৫২ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।





অর্থসংবাদ/ডব্লিওএস


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত