মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ হিসাববছরের (৩০ জুন, ২০২২) জন্য গত ১৩ নভেম্বর বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয় ওরিয়ন ইনফিউশনের পরিচালনা পর্ষদ। তবে কোম্পানিটির বোনাস লভ্যাংশ বাতিল করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ন্ত্রক সংস্থা থেকে বোনাস লভ্যাংশের পরিবর্তে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর প্রেক্ষিতে ১০ শতাংশ বোনাস লভ্যাংশকে নগদ লভ্যাংশে রুপান্তর করেছে ওরিয়ন ইনফিউশন। ফলে ১০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদের পরিবর্তে পুরো ২০ শতাংশই নগদ লভ্যাংশ পাবে বিনিয়োগকারীরা।
এদিকে সর্বশেষ হিসাববছরের (২০২২) ওরিয়ন ইনফিউশনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা।
অর্থসংবাদ/ডব্লিও.এস